ব্রাহ্মণবাড়িয়া: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে শহরের লোকনাথ দিঘির মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ।
তিন, পাঁচ ও দশ কিলোমিটার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হওয়া ম্যারাথনে ৯৮ জন দৌড়বিদ অংশ নেন। লোকনাথ দিঘির মাঠ থেকে শুরু হয়ে শহরের কাউতলি এলাকা ঘুরে পুনরায় লোকনাথ দিঘির মাঠে এসে শেষ হয় দৌড় প্রতিযোগিতা।
পরে সেখানে বিজয়ী দৌড়বিদদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ বিভূতিভূষণ দেবনাথ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খান, সহযোগী অধ্যাপক হামজা মাহমুদ, জেলা রোভার স্কাউটের সম্পাদক শরীফ জসিম, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির এডমিন মো. রাজন মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
কেএআর