ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামে এক কিশোরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৬ মার্চ) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়িতে কেউ না থাকায় সাজিদ বাড়িতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল। এ সুযোগে রাতের অন্ধকারে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে বিছানার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
আরএ