গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় সাহেব আলী ফকির (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৭ মার্চ) সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাহেব আলী জেলা সদর উপজেলান রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে বাসিন্দা।
হাইওয়ে থানা পুলিশের ঘোনাপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর সলেমান বাংলানিউজকে জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআরএস