ঢাকা: রাজধানীর পূর্ব কাফরুল এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশের সাবেক সার্জেন্টের এইচ এম ফরিদ উদ্দীনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বোরবার (২৭ মার্চ) দুপুরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্তের সম্পন্ন হয়।
এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (২৪ মার্চ ) পূর্ব কাফরুল এলাকায় নিজ বাড়ির পাঁচতলা থেকে পুলিশের সাবেক সার্জেন্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার নিয়ে তিনি থাকতেন দোতলায়। পাঁচতলায় এখনও ফ্ল্যাট তৈরি হয়নি। খালি ছাদ ও চারদিকে দেওয়াল ছিল। অনেক আগেই তিনি পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন।
দেশের বাড়ির জমি-জমা নিয়ে তার বোনদেন সঙ্গে মনোমালিন্য ছিল। বোনরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলাও করে। এ বিষয়ে তিনি হতাশাগ্রস্ত ছিলেন বলে তার স্ত্রী পুলিশের কাছে দাবি করেছেন। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এজেডএস/এএটি