ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মঙ্গলবার মিরপুর কেন্দ্রিক যান চলাচল থাকবে নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
মঙ্গলবার মিরপুর কেন্দ্রিক যান চলাচল থাকবে নিয়ন্ত্রণে ডিএমপি

ঢাকা: রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’।

মঙ্গলবার (২৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কেন্দ্রিক যাতায়াত করবেন।

অতিথিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

এর ফলে নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় ডিএমপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

যেসব সড়কে যান চলাচলে ডাইভার্শন থাকবে-

১। মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত।

২। টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত।

৩। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের রোডসমূহ।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।