ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশের সেরা থিম পার্ক অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
দেশের সেরা থিম পার্ক অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’ ছবি: রাজীন চৌধুরি

ঢাকা: দেশের সেরা থিম পার্কের অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্নার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

মঙ্গলবার (২৯ মার্চ) আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া, কর্পোরেট কোম্পানি ও অর্গানাইজেশন, হোটেল ও পর্যটন বিষয়ক সংস্থাদের নিয়ে ‘ষষ্ঠ ন্যাশনাল এডুকেশন ক্যারিয়ার অ্যান্ড কালচারাল কার্নিভাল বাংলাদেশ ২০২২’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

অনুষ্ঠানটির আয়োজন করে ফেডারেশন অফ হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এফওএইচটিইএম)।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলেন, অর্থনীতির উন্নয়নে ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক সম্ভাবনা রয়েছে এই সেক্টরে। এটি নিয়ে আমরা কাজ করছি। আমরা সবাইকে উপলব্ধি দিতে পেরেছি ট্যুরিজমে অনেক সম্ভাবনা রয়েছে। ট্যুরিজমকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।  

বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, টগি ফান ওয়ার্ল্ড সাউথ এশিয়ার লার্জেস্ট ভার্টিক্যালি অ্যামিউজমেন্ট পার্ক। ছোটদের পাশাপাশি বড়দের অর্থাৎ পুরো পরিবারের কথা মাথায় রেখে ১১ টি ফ্লোর নিয়ে টগি ফান ওয়ার্ল্ড ১ লাখ ২০ হাজার স্কয়ার ফিটের স্পেস নিয়ে আমরা এটি পরিচালনা করছি। আমেরিকা, ইউরোপ, চীনসহ বিভিন্ন দেশ থেকে চমকপ্রদক রাইড এনে ইন্সটল করা হয়েছে। যেন আমরা কাস্টমারদের আনন্দ দিতে পারি। এটা হচ্ছে টগি ব্র্যান্ডের অধীনে প্রথম প্রচেষ্টা মানুষকে বিনোদন দেওয়ার। এছাড়া বসুন্ধরা গ্রুপ ঢাকা এবং কক্সবাজারে বিনোদনের জন্য আলাদা জোন তৈরিতে কাজ করছে, যেখানে তরুণদের কর্মসংস্থান হবে।  

ফু-ওয়াং ফুড লিমিটেডের এমডি মিয়া মামুন বলেন, বাংলাদেশে প্রচুর সুযোগ রয়েছে, সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে।

ডেকো ফুডের নির্বাহী পরিচালক কাজী সাফায়েত হোসেন বলেন, অপরচুনিটি সবার মধ্যেই আসে, তবে এটাকে কেউ কাজে লাগায়, কেউ নষ্ট করে।  

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার জাহিদা বেগমের সভাপতিত্বে ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সভাপতি এম এ নাহিয়ান, রেডিসন ব্লু’র ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাইফুদ্দিন নেওয়াজ, ফু-ওয়াং ফুডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন ও ডেকো ফুডের নির্বাহী পরিচালক কাজী সাফায়েত হোসেন।  

অনুষ্ঠানে স্পন্সর ছিলেন ফুওয়াং ফুডস, ডেকো ফুডস, হোটেল দ্যা কেপিটাল, মাই জবস ও রেমিস গ্রুপ।

বাংলাদেশ সময় ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ