ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে বিলে বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
নাসিরনগরে বিলে বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল বড়শিতে ধরা পড়া বোয়াল মাছটি

ব্রাহ্মণবাড়িয়া: হাওর বেষ্টিত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিলে বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

বুধবার (৩০ মার্চ) বিকেলে ধরা পড়া মাছটি সন্ধ্যার দিকে জেলা শহরের একটি বাজারে ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নাসিরনগরের খাগালিয়া বিল থেকে বড়শি দিয়ে বোয়াল মাছটি ধরেন স্থানীয় মৎস্য শিকারি সুজন মিয়া। পরে সুজনের কাছ থেকে মাছটি নাসিরনগর বাজারের আড়ৎদার দুলাল দাস ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনে নেন।  

দুলাল মাছটি বেশি দামে বিক্রির করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাজারে নিয়ে যান। সেখানে মেড্ডা বাজারের আড়ৎদার সুমন দাস মাছটি ১ হাজার ৭০ টাকা কেজি দরে দুলালের কাছ থেকে কিনেন। এরপর সুমন ১ হাজার ১০০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী অসিত দাসের কাছে বিক্রি করেন। সর্বশেষ মাছটি আমজাদ হোসেন নামে এক ব্যক্তি কিনে নেন।

আড়ৎদার সুমন দাস জানান, ১৮ কেজি ওজনের বোয়াল মাছটি দেখতে আমার দোকানের সামনে মানুষের ভীড় জমে গিয়েছিল। সব সময় বড় মাছ পাওয়া যায় না।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।