ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদের নামাজ পড়া হলো না মেহেদীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ৩, ২০২২
ঈদের নামাজ পড়া হলো না মেহেদীর

বরগুনা: বরগুনায় ঈদের নামাজের জন্য ওজু-গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

 

তিনি জানান, মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান একই এলাকার মো. আলতাফ হোসেন ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ পড়ার জন্য সকালে বাড়ির পুকুরে গোসল এবং ওজু করতে গিয়েছিলেন মেহেদী হাসান। পরে অনেকক্ষণ তাকে না দেখতে পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা মেহেদীকে পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।