ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ৭, ২০২২
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মামলা

নাটোর: নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও আহতের ঘটনায় দুই বাস চালক ও এক ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (০৭ মে) সন্ধ্যায় হাইওয়ে পুলিশের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ন্যাশনাল ট্রাভেলস ও সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাসের অজ্ঞাত দুই চালককে আসামি করা হয়। পাশাপাশি দুর্ঘটনা কবলিত স্থানে এবং সড়কের পাশে ট্রাকটি ছিল। তাই দুর্ঘটনায় সহায়তাকারী হিসেবে ওই ট্রাকের চালককে আসামি করে মামলা দায়ের করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, মামলাটি সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
>>> বড়াইগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
 

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।