ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৮, ২০২২
শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

 

রোববার (৮ মে) সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার শরীয়তপুর জেলার নদিয়া উপজেলার খোড়াগাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে মায়ের দোয়া পরিবহন নামে একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে দেউন্দি মোড়ে আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদ জানান, বাসটিতে থাকা যাত্রীরা সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিলেন। নিহত নারীর মরেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কের পাশে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।