ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

উখিয়া ক্যাম্পে আগুনে দগ্ধ ছয় রোহিঙ্গা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ১২, ২০২২
উখিয়া ক্যাম্পে আগুনে দগ্ধ ছয় রোহিঙ্গা 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চুলার আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ছয় রোহিঙ্গা। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নুর আলম ও তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে তাদের বাঁচাতে আসা দুইসহ ছয় জন দগ্ধ হন। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক বাংলানিউজকে জানান, রান্না করা সময় গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়েছেন ছয়জন। পাশাপাশি শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান অধিনায়ক এসপি নাইমুল।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১১, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।