ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় গণমুক্তিফৌজের লাদেন গ্রেফতার,ককটেল-বোমা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, জুন ৬, ২০১০

কুষ্টিয়া : নিষিদ্ধ চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ওরফে আব্বাস ওরফে লাদেনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া সদর থানা ও ডিবি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, বুধবার দুপুরে শহরতলীর চৌড়হাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার কাথুলিয়া গ্রামে বিল্লালের দোকানের পাশ থেকে ৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর থানায় লাদেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

লাদেনের আসল নাম আব্দুল আজিজ। তিনি কুষ্টিয়া সদর থানার কাথুলিয়া গ্রামের মৃত তাছের আলী মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, গণমুক্তিফৌজের প্রধান মুকুল-শাহিন ভারতে গ্রেফতার হওয়ার পর লাদেন গণমুক্তিফৌজের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ স্থধানীয় সময় : ১৬০০ ঘণ্টা, ০৩ মে ১০
প্রতিনিধি/এজে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।