কুষ্টিয়া : নিষিদ্ধ চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ওরফে আব্বাস ওরফে লাদেনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া সদর থানা ও ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, বুধবার দুপুরে শহরতলীর চৌড়হাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
লাদেনের আসল নাম আব্দুল আজিজ। তিনি কুষ্টিয়া সদর থানার কাথুলিয়া গ্রামের মৃত তাছের আলী মন্ডলের ছেলে।
এলাকাবাসী জানান, গণমুক্তিফৌজের প্রধান মুকুল-শাহিন ভারতে গ্রেফতার হওয়ার পর লাদেন গণমুক্তিফৌজের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ স্থধানীয় সময় : ১৬০০ ঘণ্টা, ০৩ মে ১০
প্রতিনিধি/এজে/জেএম