ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ১৭, ২০২২
চাঁদপুরে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে এক নববধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ খাটের নিচে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে।  

মঙ্গলবার (১৭ মে) দুপুরে দক্ষিণ আশিকাটি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের এনায়েত পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নববধূ শাপলা আক্তার রিমির (২০) স্বামীর নাম শাহ পরান। তারা এনায়েত পাটোয়ারীর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।

শাপলা আক্তার রিমির মরদেহ ওই ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে মডেল থানা পুলিশ।

রিমির মরদেহ রেখে স্বামী শাহ পরান গাজী ঘরে তালা মেরে পালিয়ে যায়। পাশের বাসার ভাড়াটিয়া খাটের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

খবর পেয়ে চাঁদপুর সদর সার্কেল এএসপি আসিফ মহিউদ্দীন, মডেল থানার ওসি আব্দুর রশিদ, পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত ও আলামত সংগ্রহ করেন।

শাপলা আক্তার রিমি ময়মনসিংহ চরকুমারিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তার স্বামী শাহ পরান গাজী চাঁদপুর সদর উপজেলার ৪নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদীর শহর গাজীর ছেলে।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, একমাস আগে শাহ পরান গাজী স্ত্রীসহ এনায়েত পাটোয়ারীর বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো এক সময়ে স্ত্রী শাপলা আক্তার রিনিকে শ্বাসরোধ করে হত্যার পর শাহপরান পালিয়ে যায়।  

শাহ পরান গাজীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।


বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা। মে ১৭, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।