ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলা একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ২২, ২০২২
গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলা একজনের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় মো. আজিজ ওরফে বদু মিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২২ মে) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. আজিজ ওরফে বদুর বাড়ি শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের খালিশা এলাকায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ এপ্রিল রাতে একই ইউনিয়নের দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন আজিজ ওরফে বদু। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আজিজ পালিয়ে যান। পরে এ ঘটনায় ওই বছরের ৫ মে গৃহবধূর স্বামী বাদী হয়ে আজিজের নাম উল্লেখ করে শিবালয় থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী ২০১২ সালের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরল হুদা রুবেল (এপিপি)। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২২, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।