ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

স্বামী-স্ত্রীকে বেঁধে সর্বস্ব নিয়ে গেল ডাকাতরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
স্বামী-স্ত্রীকে বেঁধে সর্বস্ব নিয়ে গেল ডাকাতরা প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামের চিকিৎসক আলমগীর হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তাদের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৮ মে) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, ডাকাতরা কৌশলে গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তারা ৬-৭ জন ছিলেন। এছাড়া মুখোশ পরে এসেছিলেন তারা।

ডাকাতদল গৃহকর্তা আলমগীর হোসেন ও তার স্ত্রী (শিক্ষক) সুলতানা পারভীন বেগমকে বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৮৭ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে গেছে। পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।