ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ৩, ২০২২
হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা?

ভোলা: ভোলায় এক খামারির ৯৫টি হাঁস বিষ প্রয়োগে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই খামারির প্রায়  ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ভোলা সদর উপজেলার মেঘনা তীরবর্তী কাচিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এদিকে হাঁসের এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ইয়াছিন। তবে কে, বা কারা হাঁসগুলোকে বিষ প্রয়োগ করেছে তা জানাতে পাারেননি তিনি।

এলাকায় বেশ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তাদেরই কেই এমনটি করতে পারেন বলে সন্দেহ করছেন ইয়াছিন।

তিনি জানান, গত এক বছরে ধরে ৯৫টি হাঁস পালন করছেন। প্রতিদিন হাঁস চড়াতেন এবং খাবার দিতেন। বৃহস্পতিবার (২ জুন) সকালেও  খামার থেকে হাঁস চড়ান। এরপর দেখেন খাবার সংগ্রহ করতে  গিয়ে এক এক করে ৯৫ টি হাঁসই মারা গেছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে।

এদিকে বিষ প্রয়োগে হাঁসের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খামারি ইয়াছিন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ৩ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।