ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ১৭ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ৪, ২০২২
বাগেরহাটে ১৭ মামলার আসামি গ্রেফতার

বাগেরহাট:  বাগেরহাটে কবির বয়াতী (৪৮) নামে ১৭ মামলার আসামি এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ জুন) মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবির বয়াতী মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ি ভাষাণ্ডা এলাকার আব্দুস ছাত্তার বয়াতীর ছেলে।

ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় সচিবের বাড়িতে ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এছাড়াও কবিরের বিরুদ্ধে তিনটি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ সুপার কে এম আরিফুল হক বাংলানিউজকে বলেন, অবসরপ্রাপ্ত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হক ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনায় কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ, বুধবার (৩১ মে) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তারা ডাকাতির সময় মোরেলগঞ্জ ও বরিশালের ভাষায় কথা বলেছিলেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ০৪, ২০২২ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।