ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় জামানত হারাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় জামানত হারাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় জামানত হারাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আতিকুর রহমান মিয়া।

তাকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়া হলেও তিনি স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুলের কাছে পরাজিত হয়েছেন।

নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে তিনি পঞ্চম হন।

বুধবার (১৫ জুন) দিনব্যাপি হওয়া ভোটের গণনা শেষে বেসরকারীভাবে ফলাফলে ঘোষণা করা হয়। এতে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেন রকিব এবং মুকসুদপুরে আশরাফুল আলম শিমুল বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ পৌরসভায় উন্মুক্ত নির্বাচন দেওয়া হলেও প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনের পক্ষে তার প্রতিদ্বন্দ্বী ৯ জন প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান। ফলে ফাঁকা মাঠেই গোল দেওয়ার মতো পরিস্থিতিতে নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচিত হন শেখ রকিব হোসেন রকিব।

উল্লেখ্য, গোপালগঞ্জের দুই পৌরসভা নির্বাচনই ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।