ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বুধবার থেকে কাপ্তাই হ্রদে চলবে লঞ্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
বুধবার থেকে কাপ্তাই হ্রদে চলবে লঞ্চ

রাঙামাটি: বুধবার (২২ জুন) থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে আগের নিয়মানুযায়ী লঞ্চ চলাচল শুরু হবে।  

মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটির চেয়ারম্যান মঈনুদ্দীন সেলিম।

গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে হ্রদের পাঁচটি নৌ পথে গত দু’দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল লঞ্চ মালিক সমিতি।  

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় এবং নদীর স্রোত কমে যাওয়ায় বুধবার থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেন লঞ্চ মালিক সমিতির নেতারা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।