ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০২২
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশিদ মৃধা জানান, সকালে সয়দাবাদ এলাকায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আনুমানিক ৫৫ বছর বয়সী এ ব্যক্তির গায়ের রং শ্যামলা। পরনে সাদা-কালো চেক লুঙ্গি ও নেভি ব্ল কালারের গেঞ্জি রয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০২২

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।