ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের জলসীমায় ভারতীয় ৮ ট্রলার জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জুন ২৮, ২০২২
বাংলাদেশের জলসীমায় ভারতীয় ৮ ট্রলার জব্দ ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য ধরার সময় বিদেশি আটটি ফিশিং ট্রলার জব্দ করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনব্যাপী সব ধরনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞার কার্যকরী বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট (এমপিএ) কর্তৃক নিয়মিত টহল দেওয়াকালে গত সোমবার (২৭ জুন) নৌবাহিনীর এমপিএ পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয় এলাকায় বিপুল সংখ্যক বিদেশি ফিশিং ট্রলারের অবস্থান শনাক্ত করে।  

পরে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬-৬০ নটিক্যাল মাইল (৬৭-১১১ কিলোমিটার) অভ্যন্তরে আটটি ভারতীয় ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য শিকাররত অবস্থায় ১৩৫ জন ভারতীয় ক্রুসহ আটক করে। আটক ক্রুসহ ফিশিং ট্রলারগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমইউএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।