ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈদে বানভাসী ১০ হাজার পরিবারের মুখে হাসি ফোটাবে মাস্তুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ঈদে বানভাসী ১০ হাজার পরিবারের মুখে হাসি ফোটাবে মাস্তুল


ফেনী: বানের জলে ভেসে গোছে ঘর-বাড়ি, রাস্তাঘাটও ভেঙে-চুরে একাকার। অন্যদের সহায়তায় কোন রকমে বেঁচে আছে মানুষগুলো।

ঈদ তো সেখানে অলীক ভাবনা।
বানভাসী এমন ১০ হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিলিয়ে ঈদ আনন্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা 'মাস্তুল ফাউন্ডেশন'।

ইতোমধ্যে দেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোনা,  নোয়াখালী, যশোর,  রংপুর, গাইবান্ধাসহ আরও বেশ কিছু জেলায় গিয়ে কোরবানির গরু কিনেছে মাস্তুল ফাউন্ডেশন। এরই মধ্যে ওইসব এলাকার বিভিন্ন হাট থেকে ৮০টি গুরু কিনেছেন সংগঠনের সদস্যরা।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান আসিফ বলেন, ইতোমধ্যে আমরা ৮০টি গরু কিনেছি। ১০০টি গরুর কেনার লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে পারব।

তিনি বলেন, প্রতি পরিবারকে ১ বেলা কোরবানির গোশত খাওয়াত সুযোগ করে দিতে চাই। ১০ হাজার পরিবারকে আমরা গোশত খাওয়ার স্বাদ দেব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দুর্গম এলাকায় কোরবানির গোশত পৌঁছে দিতে মাস্তুল ফাউন্ডেশনকে সহযোগিতা করছে সিলেট জেলা প্রশাসক,  সুনামগঞ্জ জেলা প্রশাসক,  বাংলাদেশ নৌবাহিনী,  বাংলাদেশ সেনাবাহিনী এবং সমাজসেবা অধিদপ্তর।

আসিফ আরও জানান, সাম্প্রতিক সময়ের বন্যায়, ১২ হাজার পরিবারকে শুকনো খাবার, চাল/ডাল, ৫ হাজার পরিবারকে মেডিক্যাল সাপোর্ট, দেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী লক্ষ্য  ঘর নির্মাণ ১০০টি, টিউবওয়েল নির্মাণ ৫০সেট, টয়লেট নির্মাণ ৫০টি ও স্বাবলম্বী পরিকল্পনা আছে ৫০০ পরিবারকে।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ১০ জুলাই, ২০২২
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।