ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় রোববার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোরলেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

এ জন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলার বাসিন্দারা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামানের সই করা এক নোটিশে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বাখরাবাদ কর্তৃপক্ষের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই এ বিষয়টি উল্লেখ করে মাইকিং করা হচ্ছে।

উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান বলেন, ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত চারলেন সড়কে গ্যাসলাইন স্থানান্তরের কাজ করা হবে। তাই তিনদিন জেলা সদর ও সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।