ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি হামিদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি হামিদ গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি আব্দুল হামিদ খাঁনকে (৭৯) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার পূর্ব নলতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল হামিদ খাঁন একই গ্রামের মৃত নেছার উদ্দীন খানের ছেলে ও আইসিটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

রোববার রাতে সাতক্ষীরা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশের একটি চৌকস টিম কালিগঞ্জ থানার পূর্ব নলতা গ্রাম থেকে আইসিটি বিডি কেস নং-০১/২০২২ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল হামিদ খাঁনকে গ্রেফতার করনতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।