ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কঠোর ব্যবস্থা: বিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
পুলিশে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কঠোর ব্যবস্থা: বিএমপি কমিশনার

বরিশাল: পুলিশ সদস্যদের সতর্ক করে শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার)।  

রোববার (০৭ আগস্ট) বরিশাল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

 

বিএমপি কমিশনার বলেন, আমরা শৃঙ্খল বাহিনী, পোশাক আমাদের অহংকার। তাই ড্রেসরুলস মেনে পোশাক পরতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কাজ নজরে এলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও তিনি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।  

এ সময় বিএমপির সব শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।