ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ পরিবহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
শরীয়তপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ পরিবহনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

শরীয়তপুর: শরীয়তপুরে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিন পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (৭ আগস্ট) দুপুরে পৌর বাসস্ট্যান্ডে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এসময় শরীয়তপুর পরিবহন ২৫ হাজার, শরীয়তপুর সুপার সার্ভিস ২৫ হাজার ও শরীয়তপুর ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শরীয়তপুর থেকে ঢাকা ৫২ সিটের পরিবহনে জনপ্রতি ২০১ টাকা। আর ৪০ সিটের পরিবহনে জনপ্রতি ২৫৭ টাকা। কিন্তু ৫২ সিটে জনপ্রতি ২০১ টাকা ভাড়া হলেও সেখানে ৪০ সিটের ভাড়া দেখিয়ে জনপ্রতি ২৫৭ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এ কারণে তিন পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।