ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে কবিতা পাঠের আসর, প্রধান অতিথি নির্মলেন্দু গুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে কবিতা পাঠের আসর, প্রধান অতিথি নির্মলেন্দু গুণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। এ আসরে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ।

বুধবার (১০আগষ্ট) সন্ধ্যায় সরকারী বঙ্গবন্ধু কলেজের হল রুমে কাশবন সাহিত্য পত্রিকা আয়োজনে এ আসর অনুষ্ঠিত হয়।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে আরও বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ আলম, কবি রবীন্দ্রনাথ অধিকারী, কবি গাজী লতিফ, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ।

আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত বিভিন্ন কবিতা পাঠ করা হয়। পরে আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ইতিহাস তুলে ধরেন কবি নির্মলেন্দু গুণ।

আসরে নির্মলেন্দু গুণের পরিবারের সদস্য, কবি ও সাহিত্যকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।