ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় রেলওয়ে কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ভাঙ্গায় রেলওয়ে কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা প্রান্তের রেলওয়ে জংশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  

শনিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় রেলওয়ে জংশনে ফিতা কেটে কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

 

এ সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ভাঙ্গা থেকে পদ্মাসেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করা হবে। এসময় কাজের অগ্রগতি ঠিকমতো হওয়ার কারণে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।  

এসময় রেলপথমন্ত্রী আগামী ২০২৩ সালের ২৩ জুন ঢাকা পর্যন্ত রেলওয়ের কাজ শেষ হবার আশাবাদ ব্যক্ত করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ হোসেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলামসহ সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, রেলওয়ে নির্মাণ কাজের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থাকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দূরত্ব ২৮ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।