ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিজয়নগরে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
বিজয়নগরে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে  বিজয়নগরে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 

ঢাকা: রাজধানীর বিজয়নগরে ‘হোটেল ৭১’- এর পেছনে একটি তিনতলা ভবনের ওপরের তলায় (টিনশেড) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে, বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ হয়। মোট ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কী তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত সাপেক্ষ বিস্তারিত বলা যাবে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া ঘটনাস্থল থেকে বাংলানিউজকে বলেন, তৃতীয়তলা ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত পাকা। দ্বিতীয়তলায় একটি হোটেল আছে। আর তৃতীয়তলা পুরোটাই টিন দিয়ে তৈরি। সেখানে ইলেকট্রনিক্স সরঞ্জামের (টিভি মেরামতের কারখানা) একটি কারখানা আছে বলে আমরা জানতে পেরেছি।  

 বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসজেএ/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।