ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাগরপুরে ফোনে ডেকে নিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
নাগরপুরে ফোনে ডেকে নিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইালের নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তরপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

নিহত জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর আর রাতে বাড়ি ফেরেননি জুলহাস। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।  

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।