ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাইনচ্যুত: ৩ ঘণ্টা বিলম্বে ছাড়ল লালমনি এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
লাইনচ্যুত: ৩ ঘণ্টা বিলম্বে ছাড়ল লালমনি এক্সপ্রেস

লালমনিরহাট: ইয়ার্ডে একটি বগি লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে স্টেশন ছেড়ে গেছে।  

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) যাত্রা শুরুর আগে বগি লাইনচ্যুত হওয়ায় এ বিলম্ব হয়।

 

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লা আল-মামুন জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে লালমনিরহাট স্টেশন থেকে নিয়মিত ছেড়ে যায়। মঙ্গলবার সকালে যথারীতি ট্রেনটি প্লাটফর্মে আসার প্রস্তুতি নিতেই লালমনিরহাট ইয়ার্ডে একটি বগি লাইনচ্যুত হয়। ইয়ার্ড থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত লাইন দুর্বল থাকায় লাইনচ্যুতের ঘটনা ঘটে। ফলে যাত্রা বিলম্ব ঘটে ট্রেনটির। অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা করে দুপুর দেড়টায় সচল হলে যাত্রা শুরু করে লালমনি এক্সপ্রেস ট্রেন।  

দীর্ঘ সময় অপেক্ষা করায় চরম দুর্ভোগে পড়ে রাজধানী ঢাকাগামী যাত্রী সাধারণ। যান্ত্রীক ত্রুটির কারণে সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে লালমনিরহাট রেলওয়ে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।