ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নাহিদ রশীদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নাহিদ রশীদ ড. নাহিদ রশীদ

ঢাকা: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) ড. নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এ আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

অপর আদেশে, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) করা হয়েছে। মোহসিন চৌধুরীর ক্ষেত্রে এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ড. নাহিদ রশীদ তার কর্মজীবন শুরু করেন। ২০২১ সালের ১৮ আগস্ট বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে যোগদান করেন তিনি।  

কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক হওয়ার আগে ড. নাহিদ রশীদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।