ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
ঝালকাঠিতে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

  বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাছ ব্যবসায়ী শহিদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন। শহিদ উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে এবং জাহাঙ্গীর উপজেলার গালুযা দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুজ্জামান জানান, সড়কের একপাশে আবাসন প্রকল্পের কাজের মালপত্র থাকায় ইজিবাইকটি সড়কের মাঝে দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী গাছ ব্যবসায়ী শহিদ নিহত হন। পরে হাসপাতালে নিলে জাহাঙ্গীরও মারা যান।

এ ঘটনায় ট্রাকচালক বাহাদুরকে আটক করা হয়েছে। বাহাদুর উপজেলার আমিন বাড়ি এলাকার হেমায়েত মৃধার ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।