হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে চার বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নুরুল হক (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় চার বছরের সাজা ও অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি দীর্ঘ ১২ বছর ধরে পালাতক ছিলেন।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক জানগোপন সূত্রে খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১২ অক্টোবর) রাত ৯টায় উপজেলার জগদীশপুর গ্রামে অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত গোলাম কিবরিয়া হাসান জানান, নুরুল হক সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসআই