ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

জাদুঘরে কবীর সুমনের গানের অনুমতি দেয়নি পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
জাদুঘরে কবীর সুমনের গানের অনুমতি দেয়নি পুলিশ

ঢাকা: রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর অতি গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা হওয়ায় সেখানে কবীর সুমনের গানের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাদুঘরের মতো ‘কি-পয়েন্ট ইনস্টলেশনে- কেপিআই (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা)’ হওয়ায় সেখানে কবীর সুমনের গানের অনুমতি দিতে পারেনি ডিএমপি। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান সেক্ষেত্রে বিবেচনা করা হবে।

অনুমতি না পাওয়ার বিষয়ে আয়োজক সংস্থা সূত্রে জানা যায়, তারা এখনও কবীর সুমনের গানের অনুষ্ঠানের বিষয়ে অনুমতি পায়নি। তবে অনুষ্ঠানের অনুমতি পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান।

জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনের। সে অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।