চাঁপাইনবাবগঞ্জ: কাঙালি ভোজ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তে-ভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী রানি ইলা মিত্রের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইলা মিত্র সংসদ এসব কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন।
সঞ্চালনায় ছিলেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোরদার।
স্বাগত বক্তব্য দেন রানি ইলা মিত্র সংসদের সভাপতি বিধান সিং।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, চাঁপাইনবাবগঞ্জ প্রয়াস উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, নাচোল ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ আল্লামা আকবর, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক দুলাল উদ্দিন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের খোকন, লেখক ও গবেষক আলাউদ্দিন আহম্মেদ বটু, সাবেক মেম্বার সামাদ এবং সাংবাদিক মনিরুল ইসলামসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসআই