ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
খুলনায় শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

খুলনা: খুলনার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার (১৪অক্টোবর) । বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ওজোপাডিকো লি. খুলনার আওতাধীন ১১ কেভি ফিডার আওতাভুক্ত এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ- ফেরিঘাট ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রূপসা ট্রাফিক মোড়, নতুন বাজার চড়, রূপসা ঘাট, রূপসা স্ট্যান্ড রোড, মাস্টারপাড়া, শিপইয়ার্ড রোড ও পাকার মাথা এবং চানমারী, খ্রিস্টানপাড়া, মতিয়াখালি, মুজাহিদপাড়া, মোল্লাপাড়া এবং জিন্নাহপাড়া আবাসিক এলাকা। ইন্ডাস্ট্রিয়াল ফিডারে র‌্যাব-৬, নেভী, মাথাভাঙা, লবণচরা মেইন রোড এলাকা।

টুটপাড়া ফিডারে বেলা ১১টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কেডিএ এভিনিউ, রয়াল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ি খালপাড় ও পশ্চিম টুটপাড়া।

নতুনবাজার ফিডারে দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত দেবেন বাবু রোড, ফরাজীপাড়া, কে আলী রোড, আলিয়া মাদ্রাসা, টুটপাড়া কবরখানার মোড়, বাবু খান রোড, মিয়াপাড়া, কেএমপি ভবন ও আশপাশের এলাকা।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এমআরএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।