ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাস সিএনজি সংঘর্ষে আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
রাজধানীতে বাস সিএনজি সংঘর্ষে আহত ৫ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় সিএনজি ও বিআরটিসি বাসের সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৪অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিলকুশা বকচত্বর এলাকায় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা।

আহতরা হলেন, রাশেদা বেগম (৫০), মেয়ে লিমা আক্তার (২২), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাতো বোন খাদিজা আক্তার (২২),ও সিএনজি চালক রাজিব (৩৭)

আহত লিমা জানান, তাদের বাড়ি  কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া  থানার শৈলজানি গ্রামে। বাবার নাম শমশের আলী। বর্তমানে কেরানীগঞ্জের আবব্দুল্লাহপুর এলাকায় থাকেন তারা। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার।

লিমা আরো জানান, তারা সকালে গ্রাম থেকে ট্রেনযোগে ঢাকার কমলাপুরে নামেন। সেখান থেকে সিএনজি করে কেরানীগঞ্জে যাচ্ছিলেন। মতিঝিল চত্বর এলাকায় এলে বাসের সঙ্গে তাদের সিএনজির সংঘর্ষে আহত হন সিএনজির সবাই।  

পথচারী কালাচান ভূঁইয়া জানান, মতিঝিল বকচত্বর দিয়ে যাত্রী বোঝাই সিএনজিটি মেইন রাস্তার দিকে যাওয়ার সময় বিআরটিসি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচ জন আহত হয়েছেন।  
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচ জনের মধ্যে সিএনজি চালকের আবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।