ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ছেলের অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ হারালেন বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ছেলের অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ হারালেন বাবা প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ছেলের অটোরিকশার নিচে চাপা পড়ে মারা গেলেন বাবা ইব্রাহিম জোয়ার্দার (৫৫)।  

শুক্রবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড় বামন্দি গ্রামের খালপাড়া এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের ছেলে অটোরিকশার চালক ইসরাফিল জানান, বাবা আর আমি মুরগি কিনতে বড় বামন্দি গ্রামে যাচ্ছিলাম। বড় বামন্দি গ্রামের খালপাড়ার তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে বাবা গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে গাড়ির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।