ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী নামে (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বগার চর ইউনিয়নের বালুর চর গ্রামে এ ঘটনা ঘটে।

আবেদ দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়নের উত্তর ভাত খাওয়া গ্রামের মৃত তুফান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবেদ নতুন ঘর নির্মাণের জন্য পানির মটর স্থাপন করছিলেন। এ সময় বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আবেদকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়া সাহা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।