জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী নামে (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বগার চর ইউনিয়নের বালুর চর গ্রামে এ ঘটনা ঘটে।
আবেদ দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়নের উত্তর ভাত খাওয়া গ্রামের মৃত তুফান শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবেদ নতুন ঘর নির্মাণের জন্য পানির মটর স্থাপন করছিলেন। এ সময় বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আবেদকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়া সাহা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
জেডএ