মানিকগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহিদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
অভিযানের সময় জব্দ করা ২০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে জব্দ ৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
ইউএনও জাহিদুর রহমান জানান, এ পর্যন্ত নিষিদ্ধ ইলিশ ধরার অপরাধে জেলেদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাল জব্দ করা হয়েছে ৩০ হাজার মিটার। ইলিশ জব্দ করা হয় ৫০ কেজি। যেগুলো বিভিন্ন এতিম খানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসআরএস