ঢাকা: রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছিল ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকরা। এ সময় বক্সগুলো ভাঙচুর করা হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা আটকে রাখেন ট্রাফিক পুলিশ সদস্য মিজানুর। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ থেকে ৩০ জন রিকশাচালক মিজানুরের ওপর হামলা চালায়। এ সময় অপর এক ট্রাফিক কর্মকর্তা দৌড়ে পালিয়ে যান।
হামলার ঘটনায় মিজানুরের মুখ থেঁতলে যায়। পরে তাকে পথচারীদের মধ্যে দুজন হাসপাতালে নিয়ে যায়। এ সুযোগে আটকে রাখা রিকশা নিয়ে পালিয়ে যান চালক।
এ ঘটনার পর মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশবক্সে হামলা চালায় রিকশাচালকরা। এরপর মিরপুর ১২ নম্বর, কালশী, পূরবী, সাগুফতা, মিরপুর-১ সহ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে একজোট হয়ে হামলা চালায় ব্যাটারিচালিত রিকশাচালকরা।
ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ইলিয়াস হোসেন জানান, সকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা একজোট হয়ে ট্রাকিক বক্সে হামলা চালিয়ে ৫টি পুলিশ বক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এমএমআই/এমজে