ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ফেলে দিয়ে আবু সায়েম মুরাদ (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মুরাদ নিট প্লাস লিমিটেড নামের পোশাক কারখানার সিনিয়র এক্সিকিউটিভ।
ঘটনার পর পর বাসটি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বাসের চালক ও হেলপার গণপিটুনির শিকার হয়েছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মুরাদের ভাই আবু সাদাত সায়েদ অভিযোগ করে বলেন, চলন্ত বাস থেকে মুরাদকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনার সময় মুরাদ ৮ নম্বর বাসে ছিল। মুরাদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর পর ওই বাসের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়।
তবে যাত্রাবাড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একটা ব্যক্তি মারা গেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে যাত্রীবাহী বাসের আংশিক ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
ওসি বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এজেডএস/এমজেএফ