ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইনামুল হক (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী জানান, নিজ বাড়িতে রাইচ কুকারে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইনামুল হক। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইনামুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
মহেশপুর থানার থারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এসআরএস