ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শহিদুল ইসলাম শান্তকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৫ অক্টোবর) রাতে র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার বরাব এলাকায় রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনের ছেলে শান্তকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।