ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে জুয়ার টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
দিনাজপুরে জুয়ার টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

দিনাজপুর: দিনাজপুরে জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজু নামে (২৪) একজন নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে দিকে জেলার সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গীবেচা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রাজু চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন বলে জানা গেছে।

পরিবারের সূত্রে জানা যায়, জুয়া ও চুরির টাকা পয়সা নিয়ে দুই গ্রুপের মধ্যে সকাল থেকেই গণ্ডগোল চলছিল। সন্ধ্যার দিকে রাজুকে কয়েকজন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের ওপর ৮-১০ জন অস্ত্র নিয়ে রাজু ও তার বন্ধুদের হামলা করে। এরপর তার বন্ধুরা দৌড়ে পালিয়ে যেতে পারলেও রাজু পালাতে পারেনি। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষের কয়েকজন।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।