মাদারীপুর: মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৭ জন জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় চার লাখ ৪২ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত নদীর শিবচর অংশে চলে এ অভিযান।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে দিনগত রাত পর্যন্ত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় আটক ১৭ জেলের ১৪ জনকে কারাদণ্ড এবং তিন জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীতে একাধিক টিম অভিযান চালাচ্ছে। উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌপুলিশ পৃথকভাবে অভিযান চালাচ্ছে। শনিবার মাছ ধরার দায়ে ১৭ জন জেলেকে আমরা আটক করি। জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ৪ লক্ষ ৪২ হাজার মিটার। উদ্ধার ৩৪ কেজি ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসআরএস