ফরিদপুর: ফরিদপুরে পৃথক দুইটি অভিযানে ৯৬০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারদের রোববার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৫ অক্টোবর) দিনগত রাতে জেলা সদরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জেলা সদরের রঘুনন্দনপুর এলাকার সুশেন দাস (২৬), পাশের শমসপুর এলাকার জহির উদ্দিন (৩২) ও শরিফুল শেখ (২২)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, গ্রেফতার ৩ যুবকের নামে পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসআরএস