ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে আগুনে পুড়ল ৮ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
শিবচরে আগুনে পুড়ল ৮ দোকান

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের মাদবরেরচর হাটে অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

 

রোববার (১৬ অক্টোবর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোররাতে হঠাৎ করেই হাটের একটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পড়ে। এ সময় হাটের সুমন বেপারীর ইলেকট্রনিকের দোকান, বাবুল মাদবরের মুদি দোকান, তাজেল মাদবর ও আনোয়ার ফকিরের ভুসি মালের দোকান, বাবুল মোল্লা, আবদুর রহমান খান ও মিজান ফকির চায়ের দোকান এবং আল আমীনের সেলুনের দোকান পুড়ে ছাই হ‌য়ে যায়। প‌রে মস‌জি‌দের মাইকে এবং ৯৯৯-এ কল ক‌রে বিষয়‌টি জানা‌লে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সুমন বেপারী বলেন, রাতে কিভাবে আগুন লেগেছে আমরা জানি না। তবে আগুনে আমার দোকান পুরোপুরি পুড়ে গেছে। এতে আমার দোকানের প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবচর ফায়ার সা‌র্ভিসের স্টেশন ইনচার্জ তরুণ উর রহমান জানান, ভোররা‌তে আগুন লে‌গে আটটি দোকান পু‌ড়ে গে‌ছে। ক্ষয়ক্ষ‌তির পরিমাণ ও আগু‌নের সূত্রপাত সম্পর্কে এখ‌নও বিস্তারিত জানা যায়‌নি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।