ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি জমি সুরক্ষায় স্থাপনা নির্মাণে সতর্ক থাকার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
কৃষি জমি সুরক্ষায় স্থাপনা নির্মাণে সতর্ক থাকার সুপারিশ

ঢাকা: কৃষি জমি সুরক্ষার জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণে সতর্ক থাকার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (১৬ অক্টোবর) জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং তাদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. আব্দুল মজিদ খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য রওশন আরা মান্নান এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার বৈঠকে অংশ নেন।

বৈঠকে সংসদ-সদস্য রওশন আরা মান্নানের (মহিলা আসন-৪৭) আনীত “কৃষি জমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল, ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে এ বিলে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে পরবর্তী বৈঠকে রিপোর্ট আকারে পেশ করার সুপারিশ করা হয়।

এ বৈঠকে দেশের কৃষি জমি সুরক্ষার জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণে সতর্ক থাকার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময় ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।